বরগুনা পৌরশহরের কলেজ ব্রাঞ্চ রোডে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে জনতা নামের এক বেকারি মালিককে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এর নির্দেশে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও বরিশাল বিএসটিআই।
জানা যায়, বরগুনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিএসটিআই এর অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্নভাবে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন এবং প্রচলিত আইন অমান্য করার অপরাধে এই বেকারির মালিকে ২০ হাজার টাকা জরিমানা এবং তাদেরকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। তাছাড়া জনস্বার্থে এই মোবাইল কোর্টের ধারা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
এসময়ে বরগুনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, বরিশাল বিএসটিআই এর ফিল্ড অফিসার, ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।