বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল বিশ্বব্যিালয়ে নিম্নবর্ণিত বিভিন্ন পদসমূহ পূরণের জন্য নিমিত্তে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।  ৯ই সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইডে জানানো হয়েছে।

সহকারী অধ্যাপক

গ্রেড –৬ , জাতীয় বেতন স্কেল – ২০১৫

১০টি স্থায়ী পদঃ

দর্শন বিভাগ ( ০১ টি ) , কম্পিউটার সায়েন্স এন্ড ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগ ( ২ টি ) , ভূ – তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থাকতে ( ১ টি ) , পরিসংখ্যান বিভাগ ( ১ টি ) , একাউন্টিং এন্ড প্রার্থী ইনফরমেশন সিস্টেম বিভাগ ( ০১ টি ) , মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ( ১ টি ) , কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ( ০১ টি ) , প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগ ( ০১ টি ) , আইন বিভাগ ( ০১ টি )

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাঃ সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে ১ ম বিভাগ / জিপিএ ৪.০০ ( ফেল : ৫০০ ) সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যেকোন ১ টিতে ১ ম শ্রেণি থাকতে হবে । তবে সিজিপিএ’র ক্ষেত্রে স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে ৩.৫০ ( স্কেল ৪.০০ ) থাকতে হবে । তবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিজিপিএ ৩.৫০ প্রাপ্ত প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সিজিপিএ ৩.৪৫ ও যােগ্য আবেদনকারীকে বিবেচনা করা যেতে পারে । প্রার্থীর বিশ্ববিদ্যালয় পর্যায়ে / স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ৩ ( তিন ) বছরের শিক্ষকতা / গবেষণার অভিজ্ঞতা ও স্বীকৃতমানের জল / বই – এ কমপক্ষে ১ ( এক ) টি মৌলিক প্রকাশনা থাকতে হবে । পিএইচডি ডিগ্রি থাকলে অন্যান্য শিক্ষাগত যোগ্যেতার যেকোন একটি শর্ত শিথিল করা যেতে পারে ।

প্রভাষকঃ

গ্রেড –৯ , জাতীয় বেতন স্কেল – ২০১৫

০৭টি স্থায়ী পদঃ

পদার্থবিজ্ঞান বিভাগ (০১টি), ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগ (০১টি), পরিসংখ্যান বিভাগ (০১টি), উদ্ভিদবিজ্ঞান বিভাগ (০২টি), আিইন বিভাগ (০২টি)

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাঃ

প্রভাষক পদের জন্য প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে জিপিএ ৪.০০ ( স্কেল : ৫.০০ ) সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যেকোন ১ টিতে প্রথম শ্রেণি থাকতে হবে । সিজিপিএ’র ক্ষেত্রে স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে ৩.৫০ ( স্কেল : ৪.০০ ) থাকতে হবে । উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি / এইচএসসি / স্নাতক ( সম্মান ) / স্নাতকোত্তর যে কোন একটিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যেতা শিথিল করা যেতে পারে ।

আবেদনের শেষ তারিখঃ ২৩-০৯-২০২০

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আরো বিস্তারিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইডেঃ http://bu.ac.bd/