 
                                            
                                                                                            
                                        
করোনা পরিস্থিতির কারণে উপনির্বাচনের প্রচারণায় অংশ নিতে না পারলেও সামনের সব ভোটে আগের মতোই অংশ নেবে বিএনপি।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ কথা জানান।
এ সময় ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানান তিনি।