ভোলায় ফায়ার ফাইটার মিজান সরদারের সাহসিকতায় প্রাণবাঁচলো ট্রাক চালকের

লেখক:
প্রকাশ: ৫ years ago

গত ০৯ জুলাই তা বৃহস্পতিবার, রাত আনুমানিক ১২ টার সময় ভোলা জেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারের দক্ষিণ পাশে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়।

 

এতে করে ট্রাক চালক রুহুল আমীনের (২৫) অস্বাভাবিক ভাবে গাড়ির ভিতর একটি পা আটকা পড়ে, প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিস এর সাহায্য চায়, ৯৯৯ ভোলা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে, দ্রুত ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জনাব শফিকুল ইসলামের নেতৃত্বে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে অত্যাধুনিক উদ্ধারকারী সরঞ্জামাদি যেমনঃ হাইড্রোলিক

 

স্প্রেডার ও কাটার ব্যবহার করে জীবনের ঝুকি নিয়ে ফায়ার ফাইটার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের সন্তান মোঃ মিজান সরদার অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সাথে ট্রাক চালক রুহুল আমীন কে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত এম্বুলেন্স করে ভোলা সদর হাসপাতালে পৌছে দেয়। এবিষয়ে ফায়ার ফাইটার মিজান সরদার বলেন,

 

আমরা জীবনের ঝুঁকি নিয়েও যখন ট্রাক চালক রুহুল আমিন কে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর আমাদের মনটা আনন্দে ভরে উঠে‌। আমি যেন সবসময় দেশের কল্যাণে কাজ করতে পারি।সবাই আমার জন্য দোয়া করবেন।