সংরক্ষিত আসনের সদস্য জেসী করোনায় আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৪ years ago

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস‍্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এমপি ফেরদৌসী ইসলাম জেসী বাংলা ট্রিবিউনকে জানান,‘গত ২২ জুন সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে ৯০ জন সংসদ সদস‍্যের নমুনা সংগ্রহ করে ল‍্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তিনি জানতে পারেন, তার রিপোর্ট পজিটিভ এসেছে।’

তিনি জানান, বর্তমানে তিনি ঢাকার ন‍্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

তার পরিবারের অন‍্য সদস‍্যদেরও বৃহস্পতিবার নমুনা জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০১৯ সালে ১৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে নির্বাচিত হন ফেরদৌসী ইসলাম জেসী।

উল্লেখ্য, জেসীর আগে আরও ১৬ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সরকারের মন্ত্রিসভার সদস্য। এছাড়া টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হলেও মৃত্যুর আগে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। আক্রান্ত ১৬ জন সংসদ সদস্যের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।