কোনো ক্রীড়া দল বিদেশে খেলতে গেলে দলের তালিকায় শোভা পায় কিছু অনাহুত নাম। খেলোয়াড়ের চেয়ে কর্মকর্তা বেশি- এ অভিযোগ চলে আসছে দীর্ঘদিন ধরে। তবে গত কয়েক বছর ধরে নতুন এক রেওয়াজ শুরু হয়েছে। ক্রীড়া দল বিদেশে গেলেই তালিকায় ঢুকে যান কিছু সরকারি কর্মকর্তা।
জাতীয় ক্রীড়া পরিষদ তো যেন শর্তই দিয়ে রাখে, জিও পেতে হলে তাদের কাউকে না কাউকে নিতেই হবে। সে ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা ক্রীড়া দলের সঙ্গে বিদেশ সফর করে ভারি করছেন তাদের পাসপোর্ট। আর এসব বেশি হচ্ছে ছোট এবং অখ্যাত ফেডারেশনগুলোর বিদেশ সফরের সময়। যার বেশিরভাগ সফরই হয়ে থাকে সবার অজান্তে।
আর ক্রীড়া দলের সফর যদি হয়ে কোনো লোভনীয় দেশে তাহলে তো কথাই নেই। এই যেমন, মার্শাল আর্ট দলের সঙ্গে পোল্যান্ড সফরের দলে ঢুকে পড়েছেন সরকারের একজন যুগ্মসচিব এবং দুই মন্ত্রীর পিএস ও পিএ।
আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে ‘পোলিশ ওপেন’ নামের একটি মার্শাল আর্ট প্রতিযোগিতা। এ টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত হচ্ছে ১২ সদস্যের বাংলাদেশ দল। যার নেতৃত্বে (দলনেতা) থাকবেন সরকারের যুগ্মসচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক দীল মোহাম্মদ।
কেবল একজন যুগ্মসচিবই নন, পোল্যান্ডগামী দলের তালিকায় আছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের একান্ত সচিব মো. তারেক সালমান। দলে তার পদবি সহকারী দলনেতা। আর কোচ হয়ে যাচ্ছেন সাজ্জাদ হোসেন নামের সরকারের আরেক প্রভাবশালী এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী।
একজন মন্ত্রীর পিএ-কে কোচ বানিয়ে দলের সঙ্গে পোল্যান্ড নেয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে ওটা ভুল করে হয়েছে। তার নাম দেয়া হয়েছিল অফিসিয়াল হিসেবে। সরকারি আদেশে (জিও) লেখা হয়েছে টিম কোচ। আসলে দলের কোচ আমি।’
মোস্তাফিজুর রহমান জিও করিয়েছেন রেফারি হিসেবে। তবে তিনি বুধবার রাত ৯টায় জানিয়েছেন, দলের কেউই এখনো পোল্যান্ডের ভিসা পাননি। ‘আজও ভিসা পেলাম না। টুর্নামেন্ট হবে ১৭ থেকে ১৯ নভেম্বর। ভিসা কবে পাবো বা পাবো কি না জানি না। এখন তো দেখছি আমাদের যাওয়াই অনিশ্চিত’ বললেন ফেডারেশনের এ যুগ্ম সম্পাদক।
এ সফরের জন্য ১৪ জনের জিও নিয়েছিল ফেডারেশন। তবে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছে ১২ জনের। বিচারক হিসেবে হুমায়ুন কবির ও জাহিদ হাসান নামের এক খেলোয়াড়ের পাসপোর্ট ভিসার জন্য জমা দেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ মার্শাল আট কনফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান।
পোল্যান্ডগামী বাংলাদেশ মার্শাল আর্ট দলের তালিকা
দলনেতা : দীল মোহাম্মদ (যুগ্মসচিব ও পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ)।
সহকারী দলনেতা : মো. তারেক সালমান (যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের একান্ত সচিব)।
ম্যানেজার : মো. ইকবাল হোসেন।
কোচ : মো. সাজ্জাদ হোসেন
রেফারি : মো. মোস্তাফিজুর রহমান (যুগ্ম সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন)
খেলোয়াড় : এস এম সজিবুল ইসলাম, মো. সামসুল আলম, মো. অলিউর রহমান, মির সাইফ, হৃদয় খান, মো. সানি ও মাহাবুবুল আলম।