 
                                            
                                                                                            
                                        
পিরোজপুরের কাউখালীতে এলডিডিপি প্রকল্পে নিয়োজিত চার জন এলএসপি’দের মাঝে কাউখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ৪টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের
সহ সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ, ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ খান খোকন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার সাগর চন্দ্র রায় সহ আরও অনেকে।