বানারীপাড়ায় নার্স-শিক্ষক দম্পতির করোনা পজিটিভ

লেখক:
প্রকাশ: ৪ years ago

বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স
সাবিনা ইয়াসমিন ও তার স্বামী উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইজুল হক সংগ্রামের করোনা পজিটিভি
ধরা পড়েছে। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের ল্যাবে পরীক্ষার
পরে তাদের করোনা পজিটিভের রিপোর্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে আসে।

এদিকে বুধবার সকালে বানারীপাড়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ও তার স্ত্রী সাবরিনা
সিদ্দিকার নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতাল ল্যাবে
পাঠানো হয়েছে। এ ব্যপারে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, গত
কয়েকদিন ধরে তার শরীরে প্রচন্ড ব্যথা ও জ্বর রয়েছে। এছাড়া তার স্ত্রী
সাবরিনা সিদ্দিকার ঘ্রান শক্তি লোপ পাওয়ায় দু’জনের করোনা হয়েছে
কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসকরা। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম কবির হাসান জানান, মঙ্গলবার
রাতে নার্স সাবিনা ইয়াসমিন ও তার স্বামী ফাইজুল হকের করোনা
পজিটিভ রিপোর্ট এসেছে। বুধবার সকালে ইউএনও ও তার স্ত্রীর নমুনা
সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছে।

এছাড়া নমুনা সংগ্রহ
টিমের সদস্য উপজেলার উত্তরকুল কমিউনিটি ক্লিনিকের
সিএইচসিপি সুমন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র
ষ্টাফ নার্স সাবিনা ইয়াসমিন ও তার স্বামী উপজেলার মলুহার
ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইজুল হক সংগ্রাম
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন বলেও
তিনি জানান।