ঢাকায় উবারমটোর প্রথম যাত্রী মাশরাফি

লেখক:
প্রকাশ: ৭ years ago

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার পর এবার একই অ্যাপে ঢাকায় মোটরসাইকেল সেবা চালু করেছে উবার। নতুন এই সেবার নাম ‘উবারমটো’। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করেছে উবার কর্তৃপক্ষ।

আজ প্রথম যাত্রী হিসেবে উবারমটো’র রাইড নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রথম রাইড নেওয়ার পর মাশরাফি তার অভিজ্ঞতা ফেসবুকে পোস্ট করেন। মাশরাফি লেখেন, উবারমটো’র প্রথম রাইড নিয়ে আমি খুব খুশি। যানজটে বসে না থেকে দ্রুত চলে আসতে পারলাম গন্তব্যে। এমনকি, পার্টনার আমাকে হেলমেট পড়তেও উৎসাহিত করেছে।

উবারমটোতে বেইস ফেয়ার ৩০ টাকা। ট্রিপের সময় প্রতি মিনিট ১ টাকা ও প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ভারতের হায়দরাবাদ শহরে প্রথম মোটরসাইকেল রাইড শেয়ার সেবা শুরু করে উবার। এরপর বেঙ্গালুরুতে উবারমটো চালু হয়। এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় উবার তাদের মোটরসাইকেল সেবা চালু করলো।

উল্লেখ্য, দেশের প্রথম মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপ স্যাম। এ ছাড়াও পাঠাও, আমার রাইড বাহনসহ কয়েকটি রাইড শেয়ারিং অ্যাপস্ চালু রয়েছে। এর মধ্যে পাঠাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। উবারমটো ছাড়া বাকি সবগুলোই দেশীয় উদ্যোগ।