পিরোজপুরে ২ পক্ষের সংঘর্ষে জখম ১৬, নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

লেখক:
প্রকাশ: ৫ years ago

পিরোজপুর পৌর শহরের মুক্তারকাঠী এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে এক নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, পৌর শহরের আলামকাঠী এলাকার বাসিন্দা সুমনের সঙ্গে মুক্তারকাঠী এলাকার রফিক ও রানার ওই দিন বিকালে ঝগড়া হয়। এরপর রাতে আলামকাঠী এলাকার লোকজন মুক্তারকাঠী এলাকায় গিয়ে হামলা করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। এর মধ্যে রুমা বেগম নামে এক নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয় । উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তন্ময় মজুমদার জানান, আহতদের মধ্যে অধিকাংশের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে খুলনায় পাঠানো হয়েছে।