 
                                            
                                                                                            
                                        
বিশ্ব আজ থেমে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে। করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্ঠরা। আজ ৪ মে দুপুর ২ টার দিনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফরচুন সুজ বিসিক শিল্পনগরী বরিশালের পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় শেবাচিমের পক্ষ থেকে তাদের প্রতিনিধি এসব উপকরণ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, ফরচুন সুজ লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিজানুর রহমানসহ আরো অনেকে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা সামগ্রী N-95 মাস্ক ২০০ টি, পিপিই ২০০টি, হেড কভার ২০০ টি, সার্জিক্যাল মাস্ক ১০০০ পিস সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী।