যশাের- কেশবপুর উপজেলার শিশু সন্তান কে রেখে এক দম্পতির আত্মহত্যা।

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোরশেদ আলম, কেশবপুর ,যশোর প্রতিনিধি:: কেশবপুর উপজেলা, ঘােপসানায এলাকায় গলায় ফাঁস দিয়ে স্বামী- স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানা যায় পুলিশ সূত্রে। ঋণের দায়ে জর্জরিত হয়ে এ ঘটনা ঘতে থাকতে পারে বলে ধারণা করা হয়, বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) দিনগত রাতে , উপজেলার ঘােপসানা গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন শামীম হােসেন ( ৩০ ) , এবং তার স্ত্রী রেনুকা বেগম ( ২৫ ) । পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় , দীর্ঘদিন ধরেই বিভিন্ন , সুদখাের কারবারি ও এনজিওর ঋণে , জর্জরিত ছিলেন শামীম হােসেন ও স্ত্রী রেনুকা বেগম। এসব নিয়ে প্রায়ই স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া – বিবাদ চলতে থাকত,এসব ঝামেলা থেকেই গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করেন বলে ধারনা করেন এলাকাবাসী ।

তাদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান ও সন্তান রয়েছে । এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাে . জসীম উদ্দীন সাংবাদিকদের বলেন , সকালে ঘটনাস্থল পরিদর্শন করে , মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য , যশাের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে , তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , ঋণের কারণেই হতাশা ও কলহে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।