বরিশালে জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগঃ যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারি ধারাবাহিকতায় আজ নদীমাতৃক বাংলাদেশের অন্যতম নদী কেন্দ্রীক জেলায় প্রতিনিয়ত যেভাবে করোনা আক্রান্ত রুগী সনাক্ত হচ্ছে। তার জন্য আগাম সতর্কতা কার্যক্রম হিসেবে জনসাধারনকে করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে আগাম প্রস্তুতি ও আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বরিশালে যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও বিআইডব্লিউটি এর সহযোগিতায় বরিশাল নদী বন্দরে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী-৮ লঞ্চটিকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়েছে।

এসময় উদ্বোধন কার্যক্রমে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এস.এম রবিন শীষ।

লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, ৪টি ফ্যামিলি,২টি সেমি ভিআইপি ও ৪টি ভিআইপি কেবিন রয়েছে। সে হিসেবে একবারে মোট ৮৬ জন করোনা আক্রান্ত রোগীকে সুরভী-৮ লঞ্চের ভাসমান এই আইসোলেশন ইউনিটে স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা যাবে। প্রয়োজন হলে প্রণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় আক্রান্ত রোগীদের জরুরী স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের কীর্তনখোলা নদীতে আরো লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে চালু করা হবে।