প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মহীন খেটে খাওয়া ১৬৪ জন পত্রিকার হকার দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এস এম জাকির হোসেন, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামানসহ আরো অনেকে।
সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল এবং একটি সাবান বিতরণ করা হয়। অপর একটি কর্মসূচিতে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধের নিমিত্তে জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে বরিশাল মহানগরীর অন্যতম কলোনি বঙ্গবন্ধু কলোনির খেটে খাওয়া কর্মহীন দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি বঙ্গবন্ধু কলোনির ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি তিনি দৃষ্টি প্রতিবন্ধী, সিএনজি সমিতি ও রিক্সা ভ্যান শ্রমিকসহ ১৪৮ জন কর্মহীন শ্রমজীবীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন