গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্যে শোবিজ অঙ্গনে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বিদ্যা সিনহা মিম। মিডিয়ায় পথচলার শুরু ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। এরপর টিভি নাটক, সিনেমা ও মডেলিংয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন।দেশের জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ শুক্রবার (১০ নভেম্বর)। অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী ১৯৯২ সালের এদিনে জন্মগ্রহণ করেন মিম। সেই হিসেবে তার বয়স এখন ২৪। এবারের জন্মদিনটি মিমের জন্য বিশেষ আনন্দের।
জন্মদিনে তাকে গাড়ি উপহার দিয়েছেন মা ছবি সাহা আর বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা। মিম জানান, তার এবারের জন্মদিনে বড় চমক হচ্ছে মা-বাবার কাছ থেকে পাওয়া এই উপহার।মিম ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পুরস্কার হিসেবে তাঁকে একটি নতুন গাড়ি দেওয়া হয়। মিম জানান, এত দিন সেই গাড়িটিই তিনি ব্যবহার করেছেন। এবারের বাবা-মায়ের দেওয়া উপহার নিয়ে ঘুরে বেড়াবেন।অভিনেত্রী মিম ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে আমার প্রাণের প্রিয়া, আমার আছে জল, তারকাঁটা, ব্ল্যাক, পদ্ম পাতার জল, সুইটহার্ট, আমি তোমার হতে চাই।এছাড়া তিনি অসংখ্য টিভি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন। মডেল হিসেবে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা গেছে।