করোনা ভাইরাস নিয়ে যত প্রশ্ন

লেখক:
প্রকাশ: ৫ years ago

করোনা ভাইরাস নিয়ে যত প্রশ্ন উত্তর দিলেন ডাঃ মোস্তফা কামাল।

প্রশ্নঃ আচ্ছা কারো জ্বর, কাশি, ঠান্ডা হলে তার কি করোনা হয়েছে??
উত্তরঃ অবশ্যই সে সাসপেকটেট (সন্দেহজনক) এবং তাকে কয়ারেনটাইনে রাখতে হবে।
কারনঃ করোনা এখন পেনডেমিক (বিশ্বব্যপি ছড়ানো)। তাই এই ভাইরাসের কথাই আগে ভাবতে হবে।
প্রশ্নঃ আগে থেকে কারো হাঁপানি, শ্বাসকষ্ট ছিলো এখন তা বেড়ে গেছে (যা মাঝে মাঝেই হতো চিকিৎসা করলে ভালো হত) তাকেও কি করোনা সন্দেহ করতে হবে??
উত্তরঃ অবশ্যই। সেও করেনটাইনে থাকবে।
কারনঃ ভাইরাসের আক্রমানেই হাঁপানী, শাসকষ্ট বেড়ে যায়। আর এখন ভাইরাস জনিত রোগ মানেই প্রথমে করোনা ভাবতে হবে।
প্রশ্নঃ আচ্ছা ভাবলাম কিন্তু সন্দেহ তো ঠিক নাও হতে পারে??
উত্তরঃ সঠিক কথা। আর সন্দেহ দূর করতে অবশ্যই টেষ্ট করতে হবে। টেষ্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত সন্দেহভাজন সবাইকে কোভিড-১৯ রোগী মনে করতে হবে।
কারনঃ নেগেটিভ হলে খুব ভালো। পজেটিভ হলে যেন কারো মাঝে সে রোগ ছড়াতে না পারে তাই করেনটাইন রাখতে হবে।
প্রশ্নঃ দেশের সর্বত্র টেষ্টের ব্যবস্থা করা হবেনা??
উওরঃ ইনশাল্লাহ, চেষ্টা চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড -১৯ এর উপর একটি ট্রেনিং এ অংশগ্রহন করার পর এই প্রশ্ন এবং উওর আমি তৈরি করলাম যাতে চিকিৎসক এবং রুগীর মাঝে ভুলবোঝাবুঝি না হয়। জ্বর কাশি হলেই সবাই যেন বেশি সতর্কতা অবলম্বন করেন লিখেন তার ফেসবুকে।

উল্লেখ্য ডাঃ মোস্তফা কামাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে কর্মরত আছেন ।