এমএস(চাঁদপুর) : গত ২৫ মার্চ চাঁদপুরে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীদের উদ্যোগে বিনামূল্যে সর্বস্তরের মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করা হয়।
ইউডা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী ডিপার্টমেন্ট শিক্ষার্থী ঐশী এবং ১০ টাকায় স্বপ্ন যাত্রা কো-ফাউন্ডার এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফার্মাসী ডিপার্টমেন্ট শিক্ষার্থী ইশরাত দিপ্তী উদ্যোগে মূলত এটার সূচনা। তারা মূলত দরিদ্র এবং অবহেলিত মানুষদের করোনা ভাইরাস সচেতনতা করতে সবাইকে তারা সুস্থ রাখার জন্য এই উদ্যোগ।
পুরো ইভেন্টের এডভাইজর হিসাবে থাকেন ১০ টাকায় স্বপ্ন যাত্রা ফাউন্ডার মাহ্দী শিশির। উনি বলেন ভালো কাজ করতে চাইলে কেউ তাকে উৎসাহ দিতে হবে সে পরিচিত হোক কিংবা অপরিচিত হোক। ভালো কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে একটা মনুষ্যত্ব এই ভুবনে। মানুষের জন্য কাজ করতে চায়, ওদের সগ তাদের ইচ্ছেগুলো এবং যেকোনো সময় প্রস্তুত আমি এবং আমার টিম ১০ টাকায় স্বপ্ন যাত্রা সহযোগিতা করতে।
আকিল,জিদান, টুম্পা, মেহেদী, মিরাজ,মানবিকা,তানভীর,শাহেলাদের মতো মানবতার সেচ্ছাসেবী মাধ্যমে একদিন প্রতিষ্ঠা পাবে আগামীতে একটা সুন্দর চাঁদপুর শহর।