ঝালকাঠিতে বেশি দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

ঝালকাঠিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল-পেঁয়াজ বিক্রি করায় ৬ অসাধু ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২০শে মার্চ) দুপুরে জেলা প্রশাসক কর্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইনের ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- মদিনা এন্টারপ্রাইজের আব্দুল রাজ্জাক, চাল ব্যবসায়ী সমীর দেবনাথ, মুধি দোকানী নীল কৃষ্ণ কুড়ি, আরিফুল হক, শম্ভু সাহা ও শাকিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসাইন জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হটাৎ করে অতিরিক্ত দামে চাল ও পেঁয়াজ বিক্রি করছেন এমন খবরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় খবরের সত্যতা পাওয়ায় ৬ জন চাল ও পেঁয়াজ ব্যবসায়ীকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।