আজ ১৮ মার্চ বুধবার দুপুর ১ টায়, আশা বরিশাল (সদর) জেলা কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে, ২০১৯ সালের অনুষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত আশার নিয়মিত ঋণ গ্রহিতা সদস্যর মেধাবী সন্তানদেরকে নিয়ে আশা বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি ২০২০ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিভিশনাল ম্যানেজার আশা বরিশাল মোহাম্মদ আবু খালেদ রাজু। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল ড. খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র জেলা ম্যানেজার আশা বরিশাল মোঃ শরিফুল ইসলামসহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।