বরিশালে খাদ্যে ভেজাল বিরোধী প্রথম অভিযান চালিয়েছে পরিবেশ আদালত। শনিবার (১৪-০৩-২০২০) দুপুরে বরিশাল পরিবেশ আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ও পঁচাবাসি খাবার সংরক্ষনে রাখার অপরাধে নগরীর বনফুল বেকারীকে ১০ হাজার টাকা, ওয়েস্টার্ন ফুডকে ৩০ হাজার, লেক ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার এবং ঢাকা শর্মা হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ আদালত। র্যাবের সহায়তায় এই অভিয়ান পরিচালিত হয়।
র্যাব-৮ কর্মকর্তা ক্যাপ্টেন খালেদ মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং বিএসটিআই কর্মকর্তা মাহফুজুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।