বরিশাল নগরীর বটতলা পুলিশ ফাঁড়ি এলাকার শরিফ বাড়ির কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরে ছাই হয়ে গেছে অন্তত ২০টি ঘর।
দুপুর আড়াইটার দিকে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িসংলগ্ন শরিফ বাড়ির কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, সট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা খবর পেয়ে সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৪টি ঘর পুরোপুরি এবং আংশিক পুরে যায় ছয়টি ঘর।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি নির্দেশে নগরীর বটতলা এলাকায় শরিফ বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজ খবর নেন ও অর্থিক সহয়াতার প্রতিশ্রুতি দেন মহানগর আওয়ামীলীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।