ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে এবং সম্প্রতি চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মাটি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলিশা মুনতাজ, মাহমুদুল হাসান তমাল, রাজু গাজী, রফিক হোসেন।
এসময় বক্তারা বলেন, ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার তৃতীয় রাতেও বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। এটা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের পক্ষপাতী আচরণ বলেই ধারণা করা যায়।
বক্তারা হামলার প্রতিবাদের পাশাপাশি ভারত সরকারের কাছে সংখ্যালঘু সম্পদ্রায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।