আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টায় অফিসার্স ক্লাব বরিশাল এর অয়োজনে অফিসার্স ক্লাব বরিশাল প্রাঙ্গণে বরিশাল অফিসার্স ক্লাবের উদ্যোগে মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন জিএম সেলস এন্ড মার্কিটিং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড পেয়ার আহমেদ তুষার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য প্রশাসনিক ট্রাইবুনাল বরিশাল অভিনাব চক্রবর্তী, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, নির্বাহী প্রকৌশলী সরক ও জনপদ অধিদপ্তর বরিশাল মোঃ মাসুদ খানসহ বরিশাল জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে উভয় দলের মাঝে দ্বৈত ব্যাডমিন্টন টুনামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান ও তার পাটনার জেলা তথ্য অফিসার ঝালকাঠি মোঃ রিয়াদুল ইসলাম বনাম জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদ তার পাটনার এসিডিবি নরেশ কর্মকার। দ্বৈত ব্যাডমিন্টন খেলায় ২-১ সেটে বিজয়ী হন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। দ্বৈত ব্যাডমিন্টন টুনামেন্টে তৃতীয় স্থান অধিকার করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল জাকির হোসেন ও সহকারী পুলিশ সুপার বরিশাল শামস-ই-তাবরীজ। পরে একক ব্যাডমিন্টন টুনামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল জেলা তথ্য অফিসার ঝালকাঠি মোঃ রিয়াদুল ইসলাম বনাম সহকারী অধ্যাপক আলেকান্দা সরকারি কলেজ বরিশাল আব্দুল মান্নান। একক ব্যাডমিন্টন খেলায় ২-০ সেটে বিজয়ী হন জেলা তথ্য অফিসার ঝালকাঠি মোঃ রিয়াদুল ইসলাম। একক ব্যাডমিন্টন টুনামেন্টে তৃতীয় স্থান অধিকার করেন সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি মোঃ রহমত-ই-খুদা। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বিজয়ী ও বিজিত দের হাতে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের স্পন্সর আকিজ সিমেন্ট। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।