আয়োজিত হলো জনগনের সম্মেলন ও জবাবদিহিতা মূলক অনুষ্ঠা

লেখক:
প্রকাশ: ৫ years ago

আবু সুফিয়ান শেখ ঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির সহযোগিতায়, সি.ভি.এর আয়োজনে আজ বরিশাল কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত হলো জনগনের সম্মেলন ও জবাবদিহিতা মূলক অনুষ্ঠান।

আজ সকাল ১১ ঘটিকার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপিসির ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রাসেল, সহকারী পুলিশ কমিশনার, কোতোয়ালি মডেল থানা। মোঃ নুরুল ইসলাম ( পি.পি.এম বার) অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা। পূর্নিমা মন্ডল, পোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি, প্রেম লতা হালদার, পোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি। মোঃ সোহেল, সভাপতি, সিভিএ বরিশাল।

এছারাও উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক, শিশু, পুলিশ অফিসার ও সিভিএ সদস্যগন। অনুষ্ঠানে কোতোয়ালি মডেল থানার শিশু কর্নারের জন্য খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সাথে বন্ধুর মতো আচরন করতে হবে।শিশুরা থানায় আসলে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের ভিকটিম সাপোর্ট সেন্টার বা শিশু কেন্দ্রে পাঠাতে হবে। শিশুদের খেলার সুযোগ করে দিতে হবে। তাহলেই শিশুদের মাঝে অন্যায় করার প্রবনতা কমে যাবে।