২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টার দিকে, ডিম্যাপ, সিপিটিইউ, আইএমই বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এর আয়োজনে। ব্র্যাক ইন্সস্টিটিউট অফ গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহায়তায়। সার্কিট হাউজ হল রুম বরিশালে, সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিটিইউ, আইএমই বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ জাকারিয়া, ডিম্যাপ প্রকল্প নীতি ব্যবস্থাপনা পরামর্শদাতা মোস্তা গাউসুল হক, টিম লিডার বিআইজিডি প্রকল্প ড. মির্জা হাসানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ঠিকাদার, উদ্যো,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনায় সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দিনভর কর্মশালা অনুষ্ঠিত হয়।