বরিশালে এলএলবি পরীক্ষায় বহিস্কার ২৫

লেখক:
প্রকাশ: ৫ years ago

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম বর্ষের পরীক্ষায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে ৩৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিস্কার করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে আজকের সকাল ১০টায় চুক্তি ও ডর্ট বিষয়ের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনায় বরিশাল জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

তাছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস সার্বক্ষণিক তদারকি করেন।

অদিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, অসদুপায় অবলম্বনের দায়ে সরকারি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০ অনুযায়ী ২৫ জনকে বহিস্কার করা হয়।

তিনি আরও বলেন, চলমান এলএলবি ১ম বর্ষের ফাইনাল পরীক্ষাগুলো নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।