চরফ্যাশনে ১৫ মন জাটকা সহ ২ লাখ মিটরার কারেন্ট জাল ও ২টি ট্রলার জব্দ

লেখক:
প্রকাশ: ৫ years ago

চরফ্যাশন প্রতিনিধি ॥ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে (২০ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পযন্ত বুড়াগৌরাঙ্গ
নদীতে অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল ২টি ট্রলারসহ ১৫ মন জাটকা ইলিশ মাছ আটক করেছেন।

 

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ২ লাখ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় , ১৫ মন জাটকা ইলিশ মাছ গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন ।

 

এই সময় সাগরের বিভিন্ন প্রজাতির ১ মন মাছ ৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। এবং ট্রলার ২টি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।