তথ্যের অধিকার সু-শাষনের হাতিয়ার, তথ্যেই শক্তি দূর্নীতি থেকে মুক্তি এই প্রতিপাদ্য নিয়ে দুইদিন ব্যাপী তথ্য মেলার সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপিএম (বার) বলেছেন রাষ্ট্রের সেবকদের কাছ থেকে তথ্য সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার।
তিনি আরো বলেন, এ ধরনের একটি যুগোপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘সরকারি, আধা সরকারি, বেসরকারি যে সকল সেবা সংস্থা রয়েছে, যারা মূলত জনগণের সেবক হিসাবে রাষ্ট্রের সেবায় তথা জনগণের সেবায় নিয়োজিত; তাদের কাছ থেকে তথ্য সেবা পাওয়া জনগনণের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার আদায়ে জনগণ রাষ্ট্রের এসকল সংস্থা থেকে কি কি তথ্য সেবা পেতে পারেন, কিভাবে পেতে পারেন, তা তথ্য অধিকার আইন, ২০০৯ এ সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তথ্যই শক্তি।
জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত না হলে সেখানে দুর্নীতি বাসা বাঁধে । এই তথ্য মেলার মাধ্যমে আমরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আপনারদের জন্য তথ্যের পসরা সাজিয়ে বসেছি। পুলিশের তথ্যের জন্য আইন মোতাবেক জনগণ যতখানি তথ্য পেতে পারেন আমরা সেই তথ্যপ্রবাহ নিশ্চিত করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতি মাসে প্রতিটি থানায় ওপেন হাউজ ডে, স্কুল পরিদর্শন, এলাকা ভিত্তিক কমিউনিটি পুলিশিং সভা সহ বিভিন্ন ধরনের সচেতনতা ও জবাবদিহিতামুলক ব্যবস্থা গ্রহন করেছি। জনসেবা নিশ্চিত করার জন্য জনগণের যেমনি পুলিশের কাছ থেকে তথ্য প্রয়োজন তেমনি জনগনের কাছ থেকেও পুলিশের তথ্য প্রযোজন।
আমরা সরকারের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ও জনগণ যদি উভয়ের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারি তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুদা ও দারিদ্রমু্ক্ত, দুর্নীতিমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায উদ্বুদ্ধ,অসাম্প্রদায়িক সোনার বাংলা নিনির্মাণের স্বপ্ন দেখতেন, সেই স্বপকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের যে মহাসড়কে অবস্থান করছি, তা হবে আরো বেশি গতিশীল।’
গতকাল বুধবার রাতে অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে সচেতন নাগরীক কমিটির আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগীতায় সমাপনি অনুষ্ঠানে সনাকের সাবেক সভাপতি ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি এ্যাড, মানবেন্দ ব্যাটবলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস,সনাক সভাপতি প্রফসর শাহ্ সাজেদা, শিশু সংগঠক খেলাঘড় সভাপতি জীবন কৃষ্ণ দে, সনাক সহ-সভাপতি কাজী সেলিনা ও সনাক সদস্য গাজী জাহাঙ্গীর প্রমুখ।
সনাকের দুইদিন ব্যপি অনুষ্ঠান সঞ্চলনা করেন তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সনাক সদস্য শুভংকর চত্রবর্তী।
পরে আলোচনা সভা শেষে দুইদিন ব্যপি অনুষ্ঠানে দূর্নীতি বিষয়ের উপর বিভিন্ন শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা, কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীত ও কুইজ প্রতিযোগী সহ মেলায় অংশ নেয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টল সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার ১৬টি স্টল অংশ গ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পুরস্কার ও সনদ তুলে দেন।
পড়ে সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠানের পরিবেশনের মাধ্যমে মেলার ইতি টানা হয়।