চীনা জাহাজ আটক করেছে ইরান

লেখক:
প্রকাশ: ৫ years ago

ইরান জাস্ক উপকূল থেকে চীনের একটি মাছ ধরার জাহাজ আটক করেছে। তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, জাস্ক উপকূলের ছয় মাইলের মধ্যে বেআইনিভাবে মাছ ধরার কারণে জাহাজটিকে আটক করা হয়। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে রোববারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী, জাস্ক শহরের গভর্নর মোহাম্মাদ রদমেহের জানান, উপকূল থেকে ১২ মাইল দূরে যেখানে গভীরতা ২০০ মিটারের বেশি কেবল সেখানেই চীনা জাহাজগুলোর মাছ ধরার অনুমতি রয়েছে।

তিনি বলেন, জাহাজটি আইন লঙ্ঘন করে বিভিন্ন প্রজাতির পাঁচ টনের বেশি মাছ ধরেছে। আটকের সময় এটিতে ১৬ জন আরোহী ছিল।

মাছ ধরার জাহাজটিতে বিশাল জাল লাগানো রয়েছে যা দিয়ে একসঙ্গে বিপুল পরিমাণ মাছ ধরা সম্ভব।