বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সম্মিলিত বিশেষ অভিযানের দ্বিতীয় ধাপের প্রথমদিনে ভ্রাম্যমান আদালত ৪ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় বিষখালী নদীর সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকায় এ অভিযান চলাকালে জালগুলো আটক করা হয়। পরে দুপুর দুইটায় উপজেলা পরিষদের সম্মুখে জালগুলো পোড়ানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব আহসানের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব, বেতাগী থানার এএসআই মোঃ জাহিদুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: সুমন হাওলাদার, পৌর আনসার দলনেতা সুকদেব হাওলাদার ও উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুর রব সিকদার।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।