বরিশালে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরৎ দিলেন ট্রাফিক পুলিশ বিএমপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

গত ১২ই জানুয়ারী অনুঃ ১৩:৩০ ঘটিকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল গেট ও আশপাশ এলাকায় ডিউটিরত অবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এটিএসআই/৫৫৪ মোঃ জাকির হোসেন SYMPHONY-40 মডেলেরে একটি মোবাইল ফোন রাস্তায় পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে বেতার যন্ত্রের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল রুম (ডেল্টা-4) কে অবহিত করেন।

পরে ডিসি (ট্রাফিক) এর নির্দেশনা মোতাবেক এটিএসআই/৫৫৪ মোঃ জাকির হোসেন মোবাইল ফোনটি ট্রাফিক কার্যালয় হস্থান্তর করেন।

উক্ত মোবাইলে সেভ থাকা নাম্বারে কল করলে তিনি জানান যে, তার নাম সুমি রানী এই নাম্বারটি তার স্বামী খোকন চন্দ্র দাস (৩০) এর। তিনি রুপাতলী আনকমন সেলুনের স্বত্তাধিকারী। মোবাইল ফোনে সংবাদ পেয়ে খোকন চন্দ্র দাস উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কর্যালয় হাজির হয়ে উপর্যুক্ত প্রমান দেখালে জিডির মাধ্যমে প্রকৃত মালিক খোকন দাসের নিকট উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), বিএমপিমোঃ খাইরুল আলম, নিজ হাতে হস্থান্তর করেন ।

তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও নানামুখী কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি জানান যে, তিনি গত ১২ই জানুয়ারী তার স্ত্রী এবং পূত্রদের নিয়ে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে যান।

পথিমধ্যে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিজের অজান্তে পকেট থেকে পরে যায়। পরে তার স্ত্রীকে মোবাইল পাওয়ার সংবাদ দিলে তিনি জানতে পারেন যে, তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেছে। তিনি আরও জানান, জনগনের সেবক পুলিশের সহায়তায় আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছি। অন্য কেউ পেলে হয়ত পেতাম না। মোবাইল হস্থান্তরের সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এএফএম ফায়জুর রহমান, এটিএসআই মোঃ জাকির হোসেন প্রমূখ।