আমিরাতে ৫ বছরের পর্যটন ভিসার ঘোষণা

লেখক:
প্রকাশ: ৫ years ago

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।

সোমবার টুইট বার্তার মাধ্যমে নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন তিনি।

শেখ মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে লেখেন, ‘আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত করা হলো। তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য।’

তিনি আরও লেখেন, ‘আমাদের বার্ষিক পর্যটক সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন ঘোষণার মাধ্যমে আমিরাত হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের অন্যতম একটি।’