বিমানবন্দরে অস্বাভাবিক ঘটনা নতুন নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তেমনই একটি ঘটনা। লস এঞ্জেলেস বিমানবন্দরে চেয়ারে বসেই প্রস্রাব করছেন এক ব্যাক্তি! এমন বিতর্কিত কাজের জন্য তাকে কেউ বাধাও দিচ্ছেন না।
১ জানুয়ারি ভিডিওটি পোস্ট করা হলে দ্রুত তা ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর থেকেই নেটিজেনরা নানান মন্তব্য করছেন। কেউ বলছেন, বেশ করেছে, ওকে এরকম কাজ করতে বাধা দেওয়া উচিত নয়। আবার অনেকে মনে করছেন, মোটেই এই কাজটি ঠিক করেননি ব্যক্তি। কখনোই প্রকাশ্যে এমন কাজ করা উচিত নয়।
প্রসঙ্গত, গতবছরের ৪ জানুযারি এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে মদ্যপান করে বিমানে উঠে হুলস্থূল কাণ্ড ঘটান এক যাত্রী। অন্য যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে মারধরও করেন। শেষপর্যন্ত উপায় না পেয়ে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়। বাংলাদেশ বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয় ঢাকায় আসছিল।
এছাড়া, ২০ জানুয়ারি ২০৮ সালে বোর্ডিং ফি বাঁচাতে আট জোড়া প্যান্ট ও ১০টি জামা পরে বিমানবন্দরে ঢোকেন এক ব্যাক্তি। তবে বোডিং ফি দিতে পারবে না বলে জানালেও রায়ানের কথায় কান দেয়নি ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। শেষমেশ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই যুবক।