 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীর ১১নং ওয়ার্ডের ব্যাপ্টিষ্ট মিশন রোড সংলগ্ন মেডিকেল স্ট্যাফ কোয়ার্টার সামনে থেকে ৭০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দ পুলিশ(ডিবি)।
আজ রবিবার (২৯ ডিসম্বর) ডিবি পুলিশের এসআই ইউনুস আলী ফরাজী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুর রহমান অরচি নামের এক যুবককে আটক করে।
জানা গেছে শফিকুর রহমান অরচি ওই এলাকার মৃতঃ আবুল কালাম আজাদ মিয়ার পুত্র। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশের মিডিয়া সেল।