বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস দিচ্ছেন বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি কর্পােরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু।
উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১৪শ’ ৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯শ’ ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ৩৫ জন।