বরিশালে বিএমপির ট্রাফিক কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক কার্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা এলাকায় ট্রাফিক কার্যালয় পরিদর্শন করেন।

বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ট্রাফিক কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ – পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকারিয়া রহমান,সহকারী কমিশনার (ট্রাফিক) এ এফ এম ফায়েজুর রহমান প্রমুখ।

পরে তিনি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম গ্রহন করেন এবং পুলিশ সদস্যদেরকে অস্রচালনার সঠিক পদ্ধতি শিখিয়ে দেন।এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, ইউনিফর্ম,এ্যারেস্ট ও অস্রচালনা এই তিনটি মৌলিক গুন একজন পুলিশ সদস্যর অবশ্যই থাকতে হবে।সঠিক ভাবে ইউনিফর্ম পরিধান করা,আসামী গ্রেফতার করার যোগ্যতা এবং সঠিক ভাবে অস্রচালনা করতে পারলে পুলিশ সদস্যরা নিজেদেরকে বিকশিত করে সমাজের অপরাধ দমন সহ নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে।