গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল্লাহ আর নেই

লেখক:
প্রকাশ: ৫ years ago

শারমীন সুলতানা মিতু:

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিউল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের অত্যন্ত দক্ষ, বিনয়ী ও সৎ কর্মকর্তা, চলতি বছরের ১৩ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করে ০৩ এপ্রিল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্ব পালন করছিলেন।
তিনি পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: শাহজালাল এর পুত্র।