বরিশাল বিএম কলেজ অধ্যক্ষর বাসভবনে প্রবেশে বাধাঁ দেয়ায় সিকিউরিটি গার্ডকে মারধর করেছে ছাত্রলীগ নামধারী বহিরাগতরা ।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বিএম কলেজের অধ্যক্ষর বাসভবনেই এ ঘটনা ঘটে । তবে শনিবার (৭ ডিসেম্বর) আহত শামিম আহমেদ(২৬)কে উদ্ধার করে বরিশাল বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি রুপাতলী গাউছিয়া সড়কের সুলতান আহমেদের পুত্র।
হাসপাতালে আহত অবস্থায় শামিম আহমেদ বলেন,‘বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাতে বরিশাল বিএম কলেজ অধ্যক্ষর বাসভবনে প্রবেশে বাধাঁ দেয়ায় আমার উপর এ হামলা চালিয়েছে। তবে কে বা করা মারধর করেছে তাদেরকে দেখলে চিনবো।
এদিকে ক্যাম্পাস সূত্রে জানা গেছে,ছাত্রলীগ নামধারী আকাশ ও তার সাঙ্গপাঙ্গরা রাত নামলেই কলেজ ক্যাম্পাসে মাদকের আখড়া বসায়।
আকাশ বহিরাগত ও বিএম কলেজ এক ছাত্রনেতার অনুসারী। তাছাড়া আকাশ ছাত্রীদেরও বিভিন্নভাবে উত্যক্ত করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
হরহামেশা এসব মারধরের ঘটনার অনুঘটক আকাশের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ রয়েছে। আর এ কারনে আকাশকে সাবধান করে কলেজ কর্তৃপক্ষে।
এতে ক্ষিপ্ত হয়ে আকাশ ও তার সাঙ্গপাঙ্গরা কলেজ অধ্যক্ষর কাছে অভিযোগের বিষয়টি জানতে গেলে,তাকে না পেয়ে নৈশ প্রহরী শামিমকে মারধর করে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্যে কলেজ অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম শিকদার এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভি করেননি।
তবে এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সভাপতি আলামিন সরোয়ার জানান,“আহত’র চিকিৎসার ব্যায়ভার আমরা বহন করছি।
হামলার ঘটনায় জড়িতরা কলেজের ছাত্র কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে।তিনি আরও বলেন কলেজ অধ্যক্ষ বরিশালের বাহিরে রয়েছেন। তিনি বরিশালে ফিরলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।