প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌছে দিচ্ছে রাহাত আনোয়ার হাসপাতালে

লেখক:
প্রকাশ: ৫ years ago

শহর-নগর ছাড়িয়ে এবারে প্রত্যন্ত অঞ্চলে আত্ম মানবতার সেবায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে দক্ষিণাঞ্চলের সর্বাধুনিক বৃহৎ ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতাল। এরই ধারাবাহিতকায়  শুক্রবার দিনভর বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বন্দরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে রাহাত আনোয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

হাজারো রোগীর সমাগমে সফলতা পেয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বরিশালের সনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানাগেছে, বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সর্বাধুনিক বৃহৎ ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতাল এর উদ্যোগে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন সময়ে আত্ম মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে।

 

প্রতিটি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা গ্রহন করছেন দক্ষিণাঞ্চলের দরিদ্র-গরিব ও সাধারণ রোগী। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি তারা পাচ্ছে সকল প্রকার রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ডিস্কাউন্ট। গতকাল শুক্রবার বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বন্দরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে রাহাত আনোয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

 

সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ। রাহাত আনোয়ার হাসপাতালের ব্যাবস্থাপনা বিভাগের পরিচালক ডাঃ এস. এম ইকবালুর রহমানের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেন।

 

আরো উপস্থিত ছিলেন পরিচালক এ্যাডভোকেট লস্কর নূরুল হক, নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সার্জরী বিভাগের বিশেষজ্ঞ জেনারেল ও ল্যাপারস্কপিক সার্জন ডাঃ মোঃ কবির মিয়া, স্ত্রীরোগ, প্রসূতী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ তহুরা আক্তার,

 

শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সালহ-আল-দীন-বিন-নাসির (রাসেল), হৃদ রোগ, বক্ষব্যাধী ও রক্তনালী বিশেষজ্ঞ সার্জন ডাঃ এ কে চৌধুরী (অপূর্ব), রাহাত আনোয়ার হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ মাহমুদ রেজা, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল, ডাঃ বিসুয়াদেব তালুকদার বাপ্পি, ডাঃ মুমতাহিনা হক রিম প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেন বলেছেন, দক্ষিণাঞ্চলের অপেক্ষকৃত পিছিয়ে পড়া দরিদ্র ও গরীব জনগোষ্টির স্বাস্থ্য সেবায় আমাদের এই সামান্য উদ্যোগ যদি কেউ উপকৃত হন, সেটাই আমাদের সার্থকতা।

 

অনেক রোগি আছেন যারা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও আসতে পারেন না। তাদের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প। রাহাত আনোয়ার হাসপাতাল শুধু ফ্রি মেডিকেল ক্যাম্পই নয়, পরীক্ষা নীরিক্ষায়ও বিশেষ ছাড় দিচ্ছে।

 

পর্যায় ক্রমে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও গ্রাম পর্যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। অনুষ্ঠানে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি তিনি কৃজ্ঞতা প্রকাশ করেন।