বরিশালে বিদেশী পিস্তল ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতার কৃত সোহলে রানা সরদার (৩৭) বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকার মোঃ কালামের ভাড়াটিয়া এবং উজিরপুর উপজেলার দক্ষিন ধামুরা এলাকার মোঃ আবু বক্কর সর্দারের ছেলে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্যান্য দশটির অধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে র্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল নগরের বিমানবন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির বিশেষ অভিযানিক দল। এসময় সোহলে রানা সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহেল রানা সরদারের দেয়া তথ্যানুযায়ী তার ভাড়া বাসা থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ৫ রাউন্ড এ্যামোনিশন, ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।