বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা।

লেখক:
প্রকাশ: ৫ years ago

গতকাল ১৮ নভেম্বর সোমবার দুপুর ৩ টার দিকে, জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর বাজার রোড চাল পট্টি এলাকার বিভিন্ন দোকান ও আড়তে বাজার মনিটরিং এর অংশ হিসেবে চালের দম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় চালের মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে মেসার্স শওকত জামিল খান নামক চালের আড়ত কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে চাল সংরক্ষণে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক। মেসার্স নেগাবান স্টোর্স নামক চালের আড়ত কে ২৫ হাজার টাকা এবং মেসার্স মিতালী ট্রেডার্স নামক চালের আড়ত কে ৩০ হাজার টাকা মোট ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।