বরিশালে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীদের ওরিয়েন্টেশন কর্মশালা

লেখক:
প্রকাশ: ৫ years ago

১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্প বরিশাল এর আয়োজনে। সেইন্ট বাংলাদেশ বরিশালের সম্মেলন কক্ষে। আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, বরিশাল জেলার নবনিয়োগকৃত ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীবৃন্দের ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার বরিশাল, মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমন্বয়কারী বরিশাল, একটি বাড়ি একটি খামার প্রকল্প, তানিয়া আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সমন্বয়কারী আমার বাড়ি আমার খামার প্রকল্প আগৈলঝাড়া উপজেলা, সুব্রত হালদার, উপজেলা সমন্বয়কারী আমার বাড়ি আমার খামার প্রকল্প বরিশাল সদর, দিনাত জাহান মুন্নীসহ একটি বাড়ি একটি খামার প্রকল্পের বরিশাল জেলার ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীরা উপস্থিত ছিলেন। অতিথিরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।