বরিশালে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের যুব আন্তর্জাতিক ম্যাচ।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল বিকাল ৫ টায়, নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো বরিশাল বাঁশির দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল, তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার, রকিবুল হাসানসহ উভয় দলের খেলোয়াড় এবং কোচ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায়, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুর আড়াই টায় উভয় দলের খেলা মাঠে গড়ায়। এদিকে টসে জিতে শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য গত ২৬ তারিখ ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। গতকাল তৃতীয় দিনে খেলার বল মাঠে গড়ায়। গতকাল পর্যন্ত খেলার ফলাফল ছিলো শ্রীলঙ্কা দল ২৩ ওভারে ৩ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেন। আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা দল ৭ ইউকেট হারিয়ে ৮৪ ওভার ৩ বল খেলে ৩৩১ রান করে খেলা ছেড়ে দেয়। দ্বিতীয়াধ্বে ৪৮ ওভার খেলে ৬ ইউকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। খেলা শেষে শ্রীলঙ্কান এম পাতিরানা ১৩ রান দিয়ে ৩ ইউকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি এস, এম, অজিয়র রহমান।