১০ হলে ডুব ছবির প্রথমদিনের আয়

লেখক:
প্রকাশ: ৭ years ago

অনেক আলোচনার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘ডুব’। ছবিটি বেশ ভালোই দর্শক টেনেছে রাজধানী ঢাকার সিনেপ্লেক্সগুলোতে। প্রথম দিনটা খানিকটা ঢিমেতালে শুরু হলেও দ্বিতীয় দিনে দর্শক বাড়ছে।

ছবিটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ১৩টি প্রদর্শনীতে দেখানো হচ্ছে। তবে দর্শক এখনও ঢাকা অ্যটাকেই মজে আছেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মুক্তির পর থেকে একটু ধীরগতিতেই চলছে ‘ডুব’। অ্যাকুরেটা সেল রিপোর্ট পেতে আরেকটু অপেক্ষা করতে হবে। তবে দর্শক বাড়ছে। কিন্তু ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির দর্শক এখনো কমেনি।’

শুধু ঢাকাতেই নয়, ঢাকা অ্যাটাকের প্রভাব ডুবে রয়ে গেছে ঢাকার বাইরেও। খোঁজ নিয়ে দেখা গেল, ডুব চলছে এমন হলে ‘ঢাকা অ্যাটাক’ চলছে ভেবে প্রচুর দর্শক আসছেন। সেটি না পেয়ে অনেকেই চলে যাচ্ছেন মন খারাপ করে। তবে কেউ কেউ ‘ডুব’ উপভোগ করতে ‍ডুব দিয়েছেন ফারুকীর ছবিতে।

এদিকে বুকিং এজেন্ট সূত্রে জাগো নিউজের হাতে এসেছে ঢাকার বাইরে যশোরের ঐতিহ্যবাহী সিনেমা হল মনিহারসহ ১০টি সিনেমা হলে ‘ডুব’ ছবির প্রথমদিনে সেল রিপোর্ট। জানা গেল, শুক্রবার ঢাকার বাইরের হলগুলোর সেল খুব একটা আশাব্যঞ্জক ছিল না ‘ডুব’ ছবির জন্য। দ্বিতীয় দিনে বাড়ছে দর্শক উপস্থিতি। রাজধানীর বাইরে সিলেটের নন্দিতা সিনেমা হল থেকে প্রথমদিনের চার শো থেকে এসেছে ৪৭ হাজার টাকা। এ ছাড়া জয়দেবপুরের বর্ষায় ২৬০০০, গাজীপুরের চম্পাকলিতে ৬১৮১৫, খুলনার লিবার্টিতে ৪২০০, রংপুরের শাপলায় ৩৩০০০, দিনাজপুরের মর্ডান হলে ৪৫০০০, পাবনার বীণা হলে ২৪৭০০, নারায়ণগঞ্জের নিউ মেট্রোতে ৪১০০০, যশোরের মনিহার সিনেমা হলে ৭৫০০০, সিরাজগঞ্জের মমতাজ সিনেমা হলে নিট বিক্রি হয়েছে ১৩০০০ টাকা।

‌‌‘ডুব’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্নো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খান।