জুয়াড়ি কর্তৃক ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত রয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) আইসিসি এ সিদ্ধান্ত জানিয়েছে।
তবে এর আগেও সাকিব আল হাসান দুইবার নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। তবে আইসিসির পক্ষ থেকে নয়, তাকে আগে শাস্তি দেয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে।
সাকিবকে ২০১৪ সালে প্রথমবার নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলংকার বিপক্ষে একটি ম্যাচে টেলিভিশন ক্যামেরার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে প্রথমে তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও পরে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
একই বছর দ্বিতীয়বার শাস্তির কবলে পড়েন সাকিব আল হাসান। বোর্ডের শৃঙ্খলাভঙ্গ ও আচরণগত সমস্যার অপরাধে এ বছরের ৭ জুলাই ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হন তিনি। দেড় বছর দেশের বাইরে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) না দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তার শাস্তি কমানো হয়।