প্রদর্শনী থেকে সাড়ে ১৮ লাখ ডলারের হীরা চুরি

লেখক:
প্রকাশ: ৫ years ago

টোকিওর কাছে এক আন্তর্জাতিক অলংকার প্রদর্শনী থেকে ২০ কোটি ইয়েন (১.৮৪ মিলিয়ন ডলার) মূল্যের একটি হীরা চুরি গেছে। ৫০ ক্যারেটের হীরাটিকে সর্বশেষ বৃহস্পতিবার বিকাল ৫টায় একটি কাচের বাক্সের ভেতর দেখা গিয়েছিল। এক ঘণ্টা বাদে, প্রদর্শনী বন্ধ হওয়ার পরই হীরাটি নাই হয়ে যায় এবং বাক্সটি খোলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ শনিবার জানায়, তারা সন্দেহ করছেন যে টোকিওর কাছে ইয়োকোহামার এ জনাকীর্ণ প্রদর্শনীর শেষ সময়ে চুরির ঘটনাটি ঘটেছে। শুধুমাত্র চকচক করা পাথরটি চুরি গেছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তকারীরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন। এতে চুরির সন্দেহজনক সময়ে এক ব্যক্তিকে একটি বাক্সের নাগালে যেতে দেখা গেছে।

তিন দিনের এ প্রদর্শনী পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শেষ হয়েছে। এতে বিশ্বের নানা দেশের ৪১০টি অলংকার প্রতিষ্ঠান অংশ নেয় এবং ১০ হাজারের অধিক দর্শনার্থী হাজির হন বলে আয়োজকরা জানিয়েছেন। সূত্র : ইউএনবি