যৌন নিপীড়কদের জন্য একটি আতঙ্কের নাম ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী মৃত্যুঞ্জয়ী নুসরাত জাহান রাফি। নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে অন্যরাও শিক্ষা নেবে।
নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে এমনই মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
বৃহস্পতিবার রাতে কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় তিনি বলেন, আমি এ রায়কে স্বাগত জানাই। যৌন নিপীড়কের জন্য আতঙ্কের একটি নাম মৃত্যুঞ্জয়ী নুসরাত। নুসরাতের প্রত্যয় ছিল, সে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে এবং অভিযুক্তদের এমন শাস্তি দেবে যা দেখে অন্যরা শিক্ষা নেবে।
তিনি বলেন, আজ অভিযুক্ত সকল আসামির মৃত্যুদণ্ডাদেশ নুসরাতের সেই প্রত্যয়েরই বিজয়। এই রায় নারী নিপীড়নের বিরুদ্ধে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আশা করি, এই রায় অতি দ্রুত কার্যকর হবে।