বরিশালে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প এর প্রশিক্ষণ ও ইন্টার্ণশীপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

নারীরা পারে, নারীরাই পারবে এই স্লোগান নিয়ে আজ ২৪ অক্টোবর বিকাল ৫ টায়। বরিশাল জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প এর প্রশিক্ষণ ও ইন্টার্ণশীপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), মোঃ সোলায়মান মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ নাইমুল হক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবাল, প্রবেশন অফিসার সমাজসেবা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ নারীর ক্ষমতায়ন প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা নারীর ক্ষমতায়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।