পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা থেকে খুন ও ডাকাতিসহ ১২ মামলার পলাতক আসামি ডাকাত দোলোয়ার খানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক-০১টি, ওয়ান শুটার গান-০১টি, ০৪ টি কার্তুজ ও ০২টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে বরিশাল র্যাব অফিস থেকে প্রেরিত এক ইমেল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে তাকে মঙ্গলবার সন্ধ্যার পরে ইন্দুরকানির দড়িরচর গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দোলোয়ার খানের বিরুদ্ধে খুন, গুরুতর জখম, অপহরণ, ডাকাত ও চোরাচালানসহ ১২টি মামলা রয়েছে। এই মামলার চারটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি এলাকায় অবস্থান নিয়ে নানা অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন।
গোয়েন্দা তথ্যে বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং এসময় একটি একনালা বন্দুক ০১টি, ওয়ান শুটার গান-০১টি, ০৪ টি কার্তুজ ও ০২টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় র্যাবের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।’