বরিশালে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে শিশু পরিবারে হাত ধোয়ার কৌশল শেখার অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৫ years ago

সকলের হাত পরিচ্ছন্ন থাক এই স্লোগান নিয়ে গত ১৫ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হলো জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ এ উপলক্ষে আজ ১৬ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায়, সেভ দ্য চিলড্রেন, সেইন্ট বাংলাদেশ এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে। সরকারি শিশু পরিবার বালিকা উত্তরে, শিশু পরিবারের শিশু নিবাসীদে হাত ধোয়ার কৌশল সেখার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, মোঃ সহিদুল ইসলাম, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ, কাজী জাহাঙ্গীর কবির, ইউনিসেফ বরিশাল প্রতিনিধি। প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে শিশুদের হাত ধোয়ার কৌশল শেখানো হয় এবং তাদের মাঝে শাবান বিতরণ করা হয়।